বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো দুই দশকেরও বেশি সময় ধরে নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন ও সিনেমায় দর্শকদের মুগ্ধ করে আসছেন। মডেলিং দিয়ে শোবিজে পথচলা শুরু হলেও ধীরে ধীরে নাটকের অনন্য অভিনেতা হিসেবে জায়গা করে নেন তিনি। সাম্প্রতিক সময়ে বড় পর্দায়ও বাজিমাত করেছেন নিশো। তার অভিনীত ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমা দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। দর্শকদের অনুরোধে তিনি এখন নিয়মিতভাবেই চলচ্চিত্রে মনোযোগী হচ্ছেন।
তবে শুধু পর্দার অভিনয় নয়, ভক্তদের কাছে নিশোর জনপ্রিয়তার অন্যতম কারণ তার সরল জীবনযাপন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অকপটে জানান, তারকা হলেও তিনি এখনও সাধারণ জীবনকে আঁকড়ে রাখতে চান।
নিশো বলেন, “এখনও ইচ্ছে হলে আমি পাবলিক বাসে উঠি, টং দোকানে গিয়ে চা খাই। ৩০০ ফিট এলাকায় গিয়ে ঘাসের ওপর হাঁটি। এমনকি খাল-বিলে গোসলও করি। এগুলো আমার কাছে স্বাভাবিক, আমি এগুলোতে আনন্দ পাই।”
বড় তারকাদের সাধারণত আলাদা প্রটোকল ও আড়াল তৈরি করে চলাফেরা করতে দেখা যায়। কিন্তু নিশো এই প্রথার সঙ্গে একমত নন। তার ভাষায়,
“হিরো বা পারফর্মার বলে আলাদা হাইপ নিতে হবে, সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকতে হবে—এই ধারণা আমার কাছে ভুল মনে হয়। আমি চাই, কাজের মাধ্যমে মানুষ আমাকে মনে রাখুক, ব্যক্তিগত জীবনে আমি সাধারণ থাকব। যারা আমার ফ্যান-ফলোয়ার্স, তাদের সঙ্গে বোঝাপড়াটা খুব জরুরি।”
তিনি আরও বলেন, “কেউ ছবি তুলতে চাইলে আমি সরাসরি না বলি না। তবে যদি ক্লান্ত থাকি, সৎভাবে জানিয়ে দিই। আমার কাছে মনে হয়, এগুলো অপ্রয়োজনীয় প্রটোকল আর অপচয়। আমি চাই মানুষ হিসেবে সাধারণ থাকতে, কিন্তু আমার কাজগুলো অসাধারণ হোক।”
আফরান নিশো বর্তমানে তার নতুন ওয়েব সিরিজ ‘আঁকা’ নিয়ে আলোচনায় আছেন। ভিকি জাহেদ পরিচালিত এ সিরিজটি আগামী ৪ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পাচ্ছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নাবিলা। সম্প্রতি প্রকাশিত ট্রেলার ইতোমধ্যেই দর্শকদের মাঝে আলোচনার ঝড় তুলেছে।
অভিনয় জীবনে আফরান নিশো অসংখ্য জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম উপহার দিয়েছেন। তার ঝুলিতে রয়েছে মেরিল-প্রথম আলো পুরস্কার, স্টার অ্যাওয়ার্ডস, এবং বিভিন্ন সমালোচক মহলের স্বীকৃতি। নাটকের পাশাপাশি তিনি ধীরে ধীরে চলচ্চিত্রের স্থায়ী অভিনেতা হিসেবে জায়গা করে নিচ্ছেন।