বঙ্গাব্দ Christ

শপথের ব্যবস্থা না করলে নিজেই শপথ নিয়ে আমার চেয়ার দখল করব: ইশরাক

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 4, 2025 ইং
ইশরাক বলেন, “শপথ যদি না করায়, তাহলে চেয়ারে গিয়ে বসতে আমার দুই মিনিটও লাগবে না।” ছবির ক্যাপশন: ইশরাক বলেন, “শপথ যদি না করায়, তাহলে চেয়ারে গিয়ে বসতে আমার দুই মিনিটও লাগবে না।”
ad728

নিউজ ডেস্কঃ বিএনপির নেতা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে আদালতের রায়ে পুনর্বহাল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার যদি দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা না করে, তাহলে তিনি নিজেই ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে শপথ নিয়ে চেয়ার দখল করবেন।

মঙ্গলবার (৪ জুন) বিকেলে নগর ভবনে চলমান আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে ইশরাক বলেন, “শপথ যদি না করায়, তাহলে চেয়ারে গিয়ে বসতে আমার দুই মিনিটও লাগবে না।” তিনি আরও বলেন, “ঢাকাবাসী আমাকে আহ্বান জানিয়েছে শহীদ মিনারে গিয়ে নিজেই শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করতে। কিন্তু আমরা নিয়মতান্ত্রিক দল হিসেবে আইন-সংবিধান মেনে চলতে চাই। সেই কারণেই অপেক্ষা করছি।”

বিগত দুই সপ্তাহ ধরে নগর ভবনের সামনে ইশরাকের সমর্থকেরা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। ১৪ মে থেকে শুরু হওয়া এই কর্মসূচির দ্বিতীয় দিন থেকেই সিটি করপোরেশনের কর্মকর্তা–কর্মচারীরাও এতে একাত্মতা প্রকাশ করে মূল ভবনের সব ফটকে তালা লাগিয়ে দেন। ফলে ১৫ মে থেকে নগর ভবনের নাগরিক সেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ইশরাক বলেন, “সামনে ঈদ। জনভোগান্তির কথা মাথায় রেখে নগর ভবন ঘেরাও কর্মসূচি সাময়িক শিথিল করছি। কিন্তু ঈদের পরও যদি শপথের বিষয়ে কোনো উদ্যোগ না দেখা যায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

তিনি বর্তমান সরকারকে “অন্তর্বর্তী সরকার” উল্লেখ করে বলেন, “এই সরকার সংবিধান লঙ্ঘন করেছে, সর্বোচ্চ আদালতের আদেশ উপেক্ষা করেছে এবং দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।”

তিনি প্রশাসন ও নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “যা কিছু করতে হবে, আমাদের অনুমতি নিয়েই করতে হবে। প্রয়োজনে আমরাই প্রশাসক বসাব। যত দিন না পর্যন্ত নতুন নির্বাচন হচ্ছে, তত দিন আইনিভাবে সর্বোচ্চ কর্তৃত্ব আমাদের।”

সবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “নগর ভবনে কোনো বহিরাগত উপদেষ্টা বা প্রশাসককে ঢুকতে দেওয়া হবে না। এটাই আমাদের শেষ কথা।”


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

নিউজ লিঙ্ক কপি করুনঃ
www.dailyeye.site/details/576/শপথের-ব্যবস্থা-না-করলে-নিজেই-শপথ-নিয়ে-আমার-চেয়ার-দখল-করব:-ইশরাক/

কমেন্ট বক্স