বঙ্গাব্দ Christ

নরসিংদীর রায়পুরায় ওএমএস ডিলারশিপ নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের নিন্দা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2025 ইং
আব্দুর রহমান খোকন ছবির ক্যাপশন: আব্দুর রহমান খোকন
ad728

ইনভেস্টিগেটিভ করেসপন্ডেন্টঃ রায়পুরা উপজেলায় "ওএমএস" ডিলারশিপ নিয়ে সাম্প্রতিক গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। সোশাল মিডিয়ায় সাধারণ জনগণও প্রকাশ করেছে তাদের গভীর ক্ষোভ ও নিন্দা।

সংগনের কর্মী ও সাধারণ জনগণের মন্তব্য, "আব্দুর রহমান খোকনকে কলঙ্কিত করার যে ষড়যন্ত্র হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং অপরাধীদের আড়াল করার অংশ হিসেবে এমন সংবাদ প্রকাশিত হয়েছে। অপরাধের সাথে জড়িতরা রয়েছে অন্তরালে — যারা টাকার বিনিময়ে (ওএমএস) ডিলার নিয়োগে ঘুস দিয়েছে ও ঘুস নিয়েছে, যারা এর পক্ষে বা বিপক্ষে সুপারিশ ও হস্তক্ষেপ করেছে এবং উপজেলা প্রশাসনও এর বাইরে থাকতে পারে না — তাদের জ্ঞান বা অজ্ঞানে যা হয়েছে, এর দায় তারা এড়াতে পারবেন না"।

রায়পুরা উপজেলা যুবদল এর পক্ষে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “রায়পুরা উপজেলার ওএমএস ডিলারশিপ নিয়ে উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন ভাইকে জড়িয়ে যে নিউজ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যে প্রণোদিত। এর ঘোর নিন্দা ও প্রতিবাদ জানাই”। অপর দিকে তারা হুশিয়ারি দিয়েছে যে, “সাবধান হয়ে যান — আমাদের অস্তিত্ব নিয়ে মিথ্যা নাটক করার চেষ্টা করলে, আপনাদের অস্তিত্বও বিলীন হয়ে যাবে।”

অত্র এলাকার স্থানীয়দের মতে; একজন সাধারণ নেতা হিসেবে আব্দুর রহমান খোকন স্বৈরাচার শেখ হাসিনার অনেক মামলায় কারারুদ্ধ ও নির্যাতিত হয়েও দল ও নেতৃত্বের সাথে অটল ছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও ধানে শিষের প্রার্থী আশরাফ উদ্দিন বকুলকে জয়ী করাতে জীবন বাজি রেখে নিরলস পরিশ্রম করেছিলেন।

অনুসন্ধানে জানা যায় যে; গত ২০২৪ সালের জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতা ও নেতৃত্বহীনতা সৃষ্টি হলে আব্দুর রহমান খোকন গ্রেফতার ও নির্যাতন উপেক্ষা করে নেতা-কর্মীদের সাথে ঐক্য বজায় রেখে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। তিনি হরতাল, অবরোধ ও ধর্মঘটে নেতৃত্ব দিয়েছিলেন এবং দলের দুর্দিনে অগ্রণীর ভূমিকা পালন করেছিলেন।


স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনগুলোর নেতৃবৃন্দ জানিয়েছেন; রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন ঘুস বা দুর্নীতিতে জড়িত নন — বরং অপরাধ ও দুর্বল নেতৃত্বের বিপরীতে শক্ত ও স্পষ্ট ভূমিকা পালন করেছিলেন। অপরাধের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং রাজনৈতিক হিংসার বলিতে পরিণত আব্দুর রহমান খোকনকে কলঙ্কমুক্ত ও নির্দোষ ঘোষণা করার দাবি জানিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

উল্লেখ্য যে, আব্দুর রহমান খোকন রায়পুরায় খুভ জনপ্রিয় নন বরং — তিনি রায়পুরার সাধারণ মানুষকে সাথে নিয়ে সকল কাজে অংশ নেন, স্থানীয় দেন দরবার ও মানুষের অনুরুধে এগিয়ে যান এবং অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ান।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

নিউজ লিঙ্ক কপি করুনঃ
www.dailyeye.site/details/585/নরসিংদীর-রায়পুরায়-ওএমএস-ডিলারশিপ-নিয়ে-মিথ্যা-ও-উদ্দেশ্যপ্রণোদিত-সংবাদ-প্রকাশের-নিন্দা/

কমেন্ট বক্স