নরসিংদীর রায়পুরায় নরসিংদী জেলা কাঁকন সংগীত দল এবং মেন্টাল হেলথ কেয়ার ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা, গাছের চারা বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, রায়পুরার ওয়াহিদুজ্জামান ন্যাশনাল ইনস্টিটিউটে এই ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা রুবেল এবং নরসিংদী জেলার সিভিল সার্জন ডা. আমিরুল হক শামীম।
সকালের প্রথম পর্বে মেন্টাল হেলথ কেয়ার ফাউন্ডেশনের ফ্রি স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং গাছের চারা বিতরণ উদ্বোধন করেন ওয়াটসন গ্রুপের অর্থ পরিচালক জান্নাতুল হক শাপলা। সন্ধ্যায় অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়াহিদুজ্জামান ন্যাশনাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মো. ওয়াহিদুজ্জামান অহিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ উদ্দিন, উপজেলা যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলন, মেডিকো ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান এম এ ফখরুল ইসলাম, আল-সাবাহ হাসপাতালের চেয়ারম্যান বায়েজিদুর রহমান এবং রায়পুরা উপজেলা কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দিরের সবুজ নন্দী।
দিনব্যাপী এই আয়োজনটি সঞ্চালনা করেন নরসিংদী জেলা কাঁকন সংগীত দলের প্রতিষ্ঠাতা সভাপতি, কণ্ঠশিল্পী ও সাংবাদিক মো. দিদার মিয়া এবং মেন্টাল হেলথ কেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও ইন্টারন্যাশনাল কোচ ডা. মাহমুদুর রহমান। এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং স্বাস্থ্যসেবা ও সংস্কৃতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে।