আবদুল্লাহ আল মামুনঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে দেশের সব ফ্যাসিবাদবিরোধী শক্তি আজ ঐক্যবদ্ধ। এ ঐক্য শুধু আওয়ামী লীগবিরোধী নয়, এটি ভবিষ্যতের প্রত্যাশিত বাংলাদেশের ভিত্তি হয়ে উঠবে।
শনিবার (১০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান লেখেন, “ইনশাআল্লাহ, এই দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে। কোনো চাতুর্য বা কূটকৌশলই আর এই জনতাকে ফেরাতে পারবে না।” তিনি চলমান আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “যারা সব প্রতিকূলতা উপেক্ষা করে আজ ঐক্যের এই বন্ধনে সম্পৃক্ত হয়েছেন, তাদের অভিনন্দন। অভিনন্দন, হে বিপ্লবী জনতা!”
তিনি আরও বলেন, “জনতার ইস্পাত-কঠিন ঐক্য শুধু একটি দলকে নিষিদ্ধ করার আন্দোলন নয়, এটি একটি নতুন দিনের স্বপ্ন বয়ে আনছে—যেখানে স্বৈরতন্ত্র, দমন-পীড়ন ও ফ্যাসিবাদের কোনো স্থান থাকবে না।”
ডা. শফিকুর রহমানের এই বক্তব্য এমন সময় এলো, যখন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে এবং দলটির বিচার না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে ঘোষণা দিয়েছে।