বঙ্গাব্দ Christ

বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশনের হুঁশিয়ারি, অভিযুক্ত শিক্ষকদের বিচারের দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : May 12, 2025 ইং
হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ ছবির ক্যাপশন: হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ
ad728

স্টাফ রিপোর্টারঃ বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা তাদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এবং তাদের বিভিন্ন দাবির সপক্ষে একটি সংবাদ সম্মেলন করেছেন। ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা আরও ক্ষুব্ধ হয়ে উঠেছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামী সোমবার (১২ মে) তাদের দাবির প্রতি সাড়া না দিলে তারা আমরণ অনশনে যাবেন।

শিক্ষার্থীরা জানান, গত ৩০ এপ্রিল থেকে বাংলাদেশে সরকারি ৩২টি নার্সিং কলেজ এবং বেসরকারি ১৫৪টি নার্সিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ চারটি দাবিতে আন্দোলন করে আসছিলেন। বরিশাল নার্সিং কলেজেও এই আন্দোলন চলছিল। কিন্তু ৬ মে কর্মসূচি পালন করতে গেলে শিক্ষকদের বাধার মুখে পড়েন এবং মারধরের শিকার হন তারা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানিয়েছেন, যতক্ষণ না তাদের দাবি মানা হবে এবং হামলার ঘটনা বিচারাধীন হবে, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তারা বিশেষভাবে হামলায় জড়িত শিক্ষকদের বিচার দাবি করেছেন এবং বলেছেন, যদি তাদের বিচার না করা হয়, তাহলে তারা আমরণ অনশনে যাবেন।

এদিকে, সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা একাডেমিক ভবনের সামনে হামলায় জড়িত শিক্ষকদের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানান। পাশাপাশি তারা জানান, ১২ মে আন্তর্জাতিক নার্সেস ডে পালন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং কলেজ ক্যাম্পাসে মশাল মিছিলও করবেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

নিউজ লিঙ্ক কপি করুনঃ
www.dailyeye.site/details/546/বরিশাল-নার্সিং-কলেজের-শিক্ষার্থীদের-আমরণ-অনশনের-হুঁশিয়ারি,-অভিযুক্ত-শিক্ষকদের-বিচারের-দাবি/

কমেন্ট বক্স