বঙ্গাব্দ Christ

স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৯ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত

  • নিউজ প্রকাশের তারিখ : May 15, 2025 ইং
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন ছবির ক্যাপশন: স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন
ad728

স্টাফ রিপোর্টারঃ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ, তার পুত্র ও ব্যাংকের পরিচালক কাজী খুররম আহমদসহ মোট ৯ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বুধবার, ১৪ মে ২০২৫ তারিখে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক তিনটি আবেদনের শুনানি শেষে এই নিষেধাজ্ঞা জারি করেন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা হলেন:

১. কাজী আকরাম উদ্দিন আহমদ – স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য
২. কাজী খুররম আহমদ – স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক ও কাজী আকরামের পুত্র
৩. মশিউর রহমান – মশিউর সিকিউরিটিজ সিটি সেন্টারের চেয়ারম্যান
৪. মোগল জান রহমান – মশিউরের পুত্র ও প্রতিষ্ঠানটির পরিচালক
৫. জিয়াউল হাসান চিশতী – মশিউরের আরেক পুত্র ও পরিচালক
৬. আবুল কাসেম কাসু – ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর
৭. আসমা কাসেম – আবুল কাসেমের স্ত্রী
৮. উম্মে কুলসুম – আবুল কাসেমের কন্যা
৯. আশরাফ ফজল অনিক – আবুল কাসেমের পুত্র

দুদকের উপপরিচালক মুস্তাফিজুর রহমানের আবেদনে বলা হয়, কাজী আকরাম ও তার পুত্র কাজী খুররমের বিরুদ্ধে ব্যাংকের ক্ষমতার অপব্যবহার করে ভুয়া সনদের মাধ্যমে আত্মীয়দের চাকরি দেওয়া, ঋণ বিতরণে অনিয়ম এবং নানা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১১ মে যাত্রা শুরু করা স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান পদে কাজী আকরাম উদ্দিন প্রায় ২৫ বছর দায়িত্ব পালন করেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর ২১ আগস্ট তিনি ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

অন্যদিকে, দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমানের আবেদনে বলা হয়েছে, মশিউর রহমান এবং তার দুই পুত্রের বিরুদ্ধে বিনিয়োগকারীদের ১৬১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে।

অপর আবেদনে, দুদকের সহকারী পরিচালক সৌরভ দাশ জানান, আবুল কাসেম কাসু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।

তদন্ত কার্যক্রম যাতে প্রভাবিত না হয় বা অভিযুক্তরা দেশ ত্যাগ করে পালিয়ে যেতে না পারে – এ যুক্তিতে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সবাইকে আপাতত বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

নিউজ লিঙ্ক কপি করুনঃ
www.dailyeye.site/details/555/স্ট্যান্ডার্ড-ব্যাংকের-সাবেক-চেয়ারম্যানসহ-৯-জনের-বিদেশ-গমনে-নিষেধাজ্ঞা-দিয়েছে-আদালত/

কমেন্ট বক্স