স্টাফ রিপোর্টারঃ জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ দীর্ঘ প্রায় আড়াই বছর পর ফিরছে নতুন সিজন নিয়ে। দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শিগগিরই প্রচার শুরু হতে যাচ্ছে সিজন ৫। ইতোমধ্যে ধারাবাহিকটির শুটিংও শুরু হয়ে গেছে।
প্রচার শুরু হওয়ার আগে, ১৪ মে বুধবার প্রকাশিত হয়েছে নতুন সিজনের ‘ফার্স্ট লুক’ পোস্টার। এতে দেখা গেছে পরিচিত চরিত্র শিমুল, পলাশ ওরফে কাবিলা, মারজুক রাসেল ওরফে পাশা ভাই, এবং চাষী আলম ওরফে হাবু ভাইকে। তবে এবারের পোস্টারে নতুন চমক হিসেবে একটি ভূতের অবয়বও দেখা গেছে পেছনে, যা দর্শকদের কৌতূহলের জন্ম দিয়েছে—এই ভূত আসলে কে বা কেন এসেছে?
পোস্টারে চাষী আলমকে একজন শেফ চরিত্রে দেখা গেছে, যা থেকে ধারণা করা যায় এবারের গল্পে থাকছে ভিন্নমাত্রার হাস্যরস।
তবে অনেকের প্রশ্ন, সিজন ৫ শুরু হতে এত দেরি হলো কেন? নির্মাতা কাজল আরেফিন অমি এ প্রসঙ্গে জানান:
“আমি চাইলে এক সিজন শেষ করেই সঙ্গে সঙ্গে নতুন সিজন শুরু করতে পারি। কিন্তু তাতে কোনো ভিন্নতা থাকতো না। আমি প্রতিটি সিজনে দর্শকদের জন্য নতুন স্বাদ আনতে চাই। এজন্য আমাকে পড়াশোনা, ভাবনা ও বিশ্লেষণ করতে হয়।”
নতুন সিজনের প্রচারের জন্য ‘বুব ফিল্মস’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল চালু করা হয়েছে, যেখানে পাওয়া যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-সম্পর্কিত সব আপডেট ও কনটেন্ট। পাশাপাশি, চ্যানেল আইয়ের পর্দায়ও প্রচারিত হবে এই সিজনের পর্বগুলো।
দর্শকদের জন্য এ এক বড় খুশির খবর—‘ব্যাচেলর পয়েন্ট’ আবার ফিরছে, নতুন গল্প, চরিত্র ও কৌতুকময় পরিস্থিতি নিয়ে।