বঙ্গাব্দ Christ

উত্তরায় মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তঃ নিহত বেড়ে ১৯

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ঘটনায় অন্তত ১৮ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন।

আইএসপিআরের দেওয়া তথ্যমতে, নিহতদের মধ্যে ১১ জন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), ২ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, ২ জন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, ২ জন লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে এবং ১ জন উত্তরা আধুনিক হাসপাতালে মারা যান। অন্যদিকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিহতের সংখ্যা ১৯ জন বলা হয়েছে।

আহতদের মধ্যে সবচেয়ে বেশি, ৭০ জনকে ভর্তি করা হয়েছে বার্ন ইনস্টিটিউটে। এছাড়া ৬০ জন উত্তরা আধুনিক হাসপাতালে, ১৪ জন সিএমএইচে, ১১ জন লুবনা জেনারেল হাসপাতালে, ৮ জন কুয়েত মৈত্রী হাসপাতালে এবং একজন উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতদের অধিকাংশই শিক্ষার্থী ও স্কুলকর্মী।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা দুপুর ১টা ১৮ মিনিটে দুর্ঘটনার খবর পান এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম শুরু করে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় স্কুলে ক্লাস চলছিল, ফলে অনেক শিক্ষার্থী ও শিক্ষক আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বিমানটি প্রথমে বিকট শব্দে ধাক্কা খায় এবং তৎক্ষণাৎ আগুন ধরে যায়। আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়। অনেকেই স্কুলের বাইরে এসে নিরাপদ আশ্রয়ের চেষ্টা করে, কেউ কেউ আহতদের উদ্ধারেও এগিয়ে আসেন। তবে জনতার ভিড়ের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটে।


বিমানটি ছিল F-7 BGI মডেলের একটি প্রশিক্ষণ জেট, যা বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত একটি চীনা তৈরি বিমান। এটি রুটিন প্রশিক্ষণের অংশ হিসেবে উড়ছিল বলে জানা গেছে। পাইলট ঘটনাস্থলেই মারা গেছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে এবং যত দ্রুত সম্ভব বিস্তারিত তুলে ধরা হবে। বিমানটির কারিগরি ত্রুটি, মানবিক ভুল, অথবা অন্য কোনো কারণ ছিল কিনা তা তদন্তে খতিয়ে দেখা হবে।

ঘটনার পর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বিভিন্ন জাতীয় নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সুবিধা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকাহত। শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা ব্যবস্থাপনায় নতুন করে প্রশ্ন তুলছে। নিরাপদ প্রশিক্ষণ নীতিমালা, জনবহুল এলাকায় বিমান চলাচলের বিধিনিষেধ এবং জরুরি উদ্ধার ব্যবস্থার দক্ষতা নিয়ে জরুরি আলোচনা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

নিউজ লিঙ্ক কপি করুনঃ
www.dailyeye.site/details/592/উত্তরায়-মাইলস্টোন-স্কুলে-বাংলাদেশ-বিমান-বাহিনীর-প্রশিক্ষণ-বিমান-বিধ্বস্তঃ-নিহত-বেড়ে-১৯/

কমেন্ট বক্স