স্পেশিয়াল করেসপন্ডেন্টঃ দীর্ঘ দুই দশকের জনপ্রিয়তার পর বন্ধ হয়ে গেল ভিডিও কলিং অ্যাপ স্কাইপ। আজ ১১ মে ২০২৫ থেকে মাইক্রোসফট স্কাইপের সাধারণ সেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। তবে কর্পোরেট পর্যায়ে ‘স্কাইপ ফর বিজনেস’ এখনো সীমিতভাবে চালু থাকবে।
২০০৩ সালে চালু হওয়া স্কাইপ একসময় ছিল ভিডিও কল, আন্তর্জাতিক ফোনালাপ ও বার্তা বিনিময়ের অন্যতম মাধ্যম। বহু মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এই প্ল্যাটফর্ম ঘিরে রয়েছে আবেগঘন স্মৃতি।
মাইক্রোসফট জানিয়েছে, স্কাইপ ব্যবহারকারীরা তাদের পুরোনো চ্যাট, কনট্যাক্ট ও কল হিস্টোরি মাইক্রোসফট টিমসে স্থানান্তর করতে পারবেন। স্কাইপ আইডি দিয়েই টিমসে লগইন করে পূর্বের সব তথ্য পাওয়া যাবে। নতুন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। তাছাড়া যাদের স্কাইপে সাবস্ক্রিপশন বা ক্রেডিট রয়েছে, তারা কিছু সময় টিমসে কলিং সুবিধাও পাবেন।
তবে ব্যবহারকারীদের জন্য টিমস বাধ্যতামূলক নয়—ইচ্ছা করলে তারা গুগল মিট, জুম বা অন্য প্ল্যাটফর্মও ব্যবহার করতে পারেন। মাইক্রোসফট পরামর্শ দিয়েছে, যেসব ব্যবহারকারী এখনো স্কাইপে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করেননি, তারা যেন যত দ্রুত সম্ভব তা ডাউনলোড করে রাখেন।
মাইক্রোসফটের সিদ্ধান্ত অনুযায়ী, একই ধরনের দুটি সেবা পরিচালনার পরিবর্তে টিমসকে কেন্দ্র করেই ভবিষ্যতে এআই-ভিত্তিক উন্নত কমিউনিকেশন সেবা চালু রাখা হবে।