বঙ্গাব্দ Christ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়িয়ে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পাস

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2025 ইং
৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ছবির ক্যাপশন: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট
ad728

স্টাফ রিপোর্টারঃ
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট চূড়ান্তভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এ বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীদের বিশেষ সুবিধা বৃদ্ধি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রোববার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান ও অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।


বিশেষ সুবিধা: চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য বাড়তি প্রাপ্তি

অর্থ উপদেষ্টা জানান, "বাজেটের মূল কাঠামো অপরিবর্তিত রেখে মাত্র তিনটি খাতে সামান্য সংশোধন করা হয়েছে। এর মধ্যে অন্যতম ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ আর্থিক সুবিধা বৃদ্ধি।"

  • চাকরিরত সরকারি কর্মচারীদের ন্যূনতম বিশেষ সুবিধা ১,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

  • পেনশনভোগীরা পাবেন ন্যূনতম ৭৫০ টাকা বিশেষ ভাতা।

  • যাদের নিট পেনশন ১৭,৩৮৮ টাকার বেশি, তারা পাবেন ১০% হারে এবং এর নিচে হলে ১৫% হারে ভাতা।


পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিচারপতি, এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক নির্দেশনার মাধ্যমে সুবিধা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


এর আগে ৩ জুন অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়,

  • ১ম থেকে ৯ম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের অতিরিক্ত ১০%,

  • এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ১৫% বিশেষ ভাতা পাবেন।

  • তখন ন্যূনতম ভাতা ছিল চাকরিজীবীদের জন্য ১,০০০ টাকাপেনশনভোগীদের জন্য ৫০০ টাকা, যা এবার আরও ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে।


এ সুবিধার আওতায় আসবেন:

  • অবসর-পরবর্তী ছুটিতে (PRL) থাকা কর্মচারীরা

  • বরখাস্ত হওয়া কর্মচারীরা (তাদের শেষ মূল বেতনের ৫০% হিসেবে)

  • চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তরা (যাদের মূল বেতন নির্ধারিত আছে)


তবে এই সুবিধা পাবেন না:

  • যারা বিনা বেতনে ছুটিতে আছেন

  • যাঁরা এককালীন পুরো পেনশন তুলে নিয়েছেন (আনুতোষিক গ্রহীতারা)


এছাড়া স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে এই সুবিধার ব্যয় নিজস্ব বাজেট থেকে বহন করতে হবে। রাজস্ব বাজেট থেকে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে না।


নতুন বাজেটের মাধ্যমে সরকার সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য আর্থিক নিরাপত্তা জোরদার করতে চায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে এই সুবিধা অনেকের জন্য স্বস্তির বার্তা হলেও, প্রাপ্তি সীমিত হওয়ায় কিছু মহলে আরও বৃদ্ধির দাবি উঠতে পারে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

নিউজ লিঙ্ক কপি করুনঃ
www.dailyeye.site/details/590/সরকারি-কর্মকর্তা-কর্মচারীদের-বিশেষ-সুবিধা-বাড়িয়ে-৭-লাখ-৯০-হাজার-কোটি-টাকার-বাজেট-পাস/

কমেন্ট বক্স