স্টাফ রিপোর্টারঃ
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট চূড়ান্তভাবে অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এ বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীদের বিশেষ সুবিধা বৃদ্ধি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রোববার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান ও অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
বিশেষ সুবিধা: চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য বাড়তি প্রাপ্তি
অর্থ উপদেষ্টা জানান, "বাজেটের মূল কাঠামো অপরিবর্তিত রেখে মাত্র তিনটি খাতে সামান্য সংশোধন করা হয়েছে। এর মধ্যে অন্যতম ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ আর্থিক সুবিধা বৃদ্ধি।"
-
চাকরিরত সরকারি কর্মচারীদের ন্যূনতম বিশেষ সুবিধা ১,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
-
পেনশনভোগীরা পাবেন ন্যূনতম ৭৫০ টাকা বিশেষ ভাতা।
-
যাদের নিট পেনশন ১৭,৩৮৮ টাকার বেশি, তারা পাবেন ১০% হারে এবং এর নিচে হলে ১৫% হারে ভাতা।
পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিচারপতি, এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক নির্দেশনার মাধ্যমে সুবিধা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর আগে ৩ জুন অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়,
-
১ম থেকে ৯ম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের অতিরিক্ত ১০%,
-
এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ১৫% বিশেষ ভাতা পাবেন।
-
তখন ন্যূনতম ভাতা ছিল চাকরিজীবীদের জন্য ১,০০০ টাকা ও পেনশনভোগীদের জন্য ৫০০ টাকা, যা এবার আরও ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে।
এ সুবিধার আওতায় আসবেন:
-
অবসর-পরবর্তী ছুটিতে (PRL) থাকা কর্মচারীরা
-
বরখাস্ত হওয়া কর্মচারীরা (তাদের শেষ মূল বেতনের ৫০% হিসেবে)
-
চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তরা (যাদের মূল বেতন নির্ধারিত আছে)
তবে এই সুবিধা পাবেন না:
-
যারা বিনা বেতনে ছুটিতে আছেন
-
যাঁরা এককালীন পুরো পেনশন তুলে নিয়েছেন (আনুতোষিক গ্রহীতারা)
এছাড়া স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে এই সুবিধার ব্যয় নিজস্ব বাজেট থেকে বহন করতে হবে। রাজস্ব বাজেট থেকে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে না।