নিউজ ডেস্কঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২০২৬-২০২৭ মেয়াদের জন্য পাঁচটি নতুন দেশ অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। এই দেশগুলো হলো: বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া এবং লাইবেরিয়া। তারা আগামী বছর থেকে পরিষদের কার্যক্রমে অংশগ্রহণ করবে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মোট ১৫ সদস্য নিয়ে গঠিত। এর মধ্যে ৫টি দেশ স্থায়ী সদস্য এবং বাকি ১০টি দেশ অস্থায়ী সদস্য হিসেবে কাজ করে।
স্থায়ী সদস্য দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স। স্থায়ী সদস্যদের রয়েছে ভেটো ক্ষমতা, যা তাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাতিল করার অধিকার দেয়। অপরদিকে, অস্থায়ী সদস্য দেশগুলো দুই বছর মেয়াদে নির্বাচিত হয় এবং প্রতি বছর ৫টি নতুন দেশ এই পরিষদে যুক্ত হয়।
নতুনভাবে নির্বাচিত পাঁচটি দেশ ২০২৬ সালের জানুয়ারি থেকে পরিষদের কার্যক্রমে যুক্ত হবে। এরা স্থান দেবে বর্তমান অস্থায়ী সদস্য আলজেরিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ কোরিয়া, গায়েনা এবং স্লোভেনিয়া-কে, যাদের মেয়াদ শেষ হবে ২০২৫ সালে। নির্বাচনে পাওয়া ভোটের ভিত্তিতে নতুন সদস্যরা হল: বাহরাইন – ১৮৬ ভোট, কঙ্গো – ১৮৩ ভোট, লাইবেরিয়া – ১৮১ ভোট, কলম্বিয়া – ১৮০ ভোট, লাটভিয়া – ১৭৮ ভোট।
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচন করা হয় জাতিসংঘের সাধারণ পরিষদে। সদস্যপ্রার্থী দেশগুলো সাধারণত নিজ নিজ আঞ্চলিক গ্রুপ থেকে প্রার্থী হয় এবং নির্বাচিত হতে হলে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হয়। যদিও অনেকে প্রার্থী হিসেবে অপ্রতিদ্বন্দ্বী হয়, তবুও প্রয়োজনীয় ভোট না পেলে তারা নির্বাচিত হতে পারে না
আগামী সেপ্টেম্বর ২০২৫-এ শুরু হতে যাওয়া নিরাপত্তা পরিষদের ৮০তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবোক। তার এই দায়িত্ব পালন পরিষদের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে জাতিসংঘ আবারও তার বৈচিত্র্যময় ও অংশগ্রহণমূলক কাঠামো বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল।