বঙ্গাব্দ Christ

আদালত অবমাননা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত শুনানি ১৯ জুন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 4, 2025 ইং
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছবির ক্যাপশন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
ad728

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুল হাজির না হওয়ায় পরবর্তী শুনানি ও আদেশের জন্য ১৯ জুন ২০২৫ তারিখ নির্ধারণ করা হয়েছে।

এই আদেশ দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট বেঞ্চ। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। বিচারব্যবস্থাকে অবমাননার অভিযোগে এই মামলা দায়ের করা হয় ৩০ এপ্রিল ২০২৫

চিফ প্রসিকিউটর
মোহাম্মদ তাজুল ইসলাম এই অভিযোগ দাখিল করেন, যেখানে উল্লেখ করা হয় যে, শেখ হাসিনার একটি অডিও বক্তব্য—"আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি"—সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অডিওটির ফরেনসিক বিশ্লেষণ করে তার প্রামাণিকতা নিশ্চিত করে। এর ভিত্তিতে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।

আদালত প্রথমে শেখ হাসিনা ও শাকিল আলম বুলবুলকে
১৫ মে’র মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু তারা কোনো জবাব না দেওয়ায় ২৫ মে ট্রাইব্যুনাল তাদের পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজিরার নির্দেশ দেয়।এই বিজ্ঞপ্তি দুটি বহুল প্রচারিত দৈনিক—একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সাত দিনের মধ্যে সশরীরে বা আইনজীবীর মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়

তবে
৩ জুন নির্ধারিত দিনে তারা কেউই ট্রাইব্যুনালে উপস্থিত হননি, এমনকি কোনো আইনজীবীর মাধ্যমেও হাজিরা বা ব্যাখ্যা প্রদান করা হয়নি।

চিফ প্রসিকিউটর জানান, বিজ্ঞপ্তির পরও তারা আদালতে হাজির না হওয়ায় এখন ট্রাইব্যুনাল আইন অনুযায়ী
শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারেন। আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করার বিধান রয়েছে।

এই পরিস্থিতিতে ট্রাইব্যুনাল মামলার
চূড়ান্ত শুনানি ও আদেশের জন্য ১৯ জুন ২০২৫ তারিখ ধার্য করেছেন। সেদিনের শুনানিতে অভিযুক্তদের অনুপস্থিতি এবং যথাযথ জবাব না দেওয়ার বিষয়টি বিচারিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ও বিচারব্যবস্থার স্বাধীনতা বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

নিউজ লিঙ্ক কপি করুনঃ
www.dailyeye.site/details/572/আদালত-অবমাননা-মামলায়-শেখ-হাসিনার-বিরুদ্ধে-চূড়ান্ত-শুনানি-১৯-জুন/

কমেন্ট বক্স