নিউজ ডেস্কঃ বিএনপি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন চায় এবং এই নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অধীনেই হোক—এই অবস্থানে অনড় রয়েছে দলটি। গত সোমবার (২ জুন) রাতে স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
বৈঠকে আলোচনায় আসে, জাপান সফরে অধ্যাপক ইউনূস টোকিওর নিক্কেই ফোরামে বলেছিলেন, “শুধু একটি দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়।” বিএনপির নেতারা মনে করেন, এটি বাস্তবচ্যুত বক্তব্য, কারণ ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেওয়া প্রায় সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। তাই বিএনপি মনে করে, ইউনূসের অবস্থান সংশোধন প্রয়োজন হলেও, নির্বাচন তাঁর অধীনেই হওয়া উচিত।
বিএনপির কৌশল হবে সমমনা দলগুলোকে একত্র করে সরকারকে গণতান্ত্রিক চাপে রাখা, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন হয়। তবে সরকার যদি অক্ষমতা দেখায়, তখন বিকল্প কৌশল নেওয়ার কথাও ভাবছে বিএনপি।
এছাড়া বৈঠকে আদালতের রায় সত্ত্বেও ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতে গড়িমসির ঘটনায় সরকারকে কঠোর সমালোচনা করা হয়। বিএনপি নেতারা এটিকে “ফ্যাসিবাদী আচরণ” হিসেবে আখ্যা দেন।
বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্ত হন ব্যাংকক থেকে। দলের অন্য সদস্যরাও গুলশানের কার্যালয়ে উপস্থিত ছিলেন।