বঙ্গাব্দ Christ

স্টারলিংকের বাংলাদেশে সেবা শুরুর পথে, বিটিআরসি হস্তান্তর করলো দুটি লাইসেন্স

  • নিউজ প্রকাশের তারিখ : May 11, 2025 ইং
স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড ছবির ক্যাপশন: স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড
ad728

আবদুল্লাহ আল মামুনঃ  বাংলাদেশে ইন্টারনেট সেবা চালুর লক্ষ্যে স্পেসএক্সের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড-এর অনুকূলে দুটি গুরুত্বপূর্ণ লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)

২৯ এপ্রিল (মঙ্গলবার)
রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি সদর দপ্তরে এক আনুষ্ঠানিক আয়োজনে স্টারলিংককে নিম্ন কক্ষপথ (Non-Geostationary Satellite Orbit – NGSO) স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট সেবা চালুর জন্য দুটি আলাদা লাইসেন্স প্রদান করা হয়:

NGSO স্যাটেলাইট অপারেটর লাইসেন্স
– যার মাধ্যমে স্টারলিংক বাংলাদেশে তাদের স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবা বাণিজ্যিকভাবে পরিচালনা করতে পারবে।

রেডিও কমিউনিকেশন অ্যাপারেটাস লাইসেন্স
– যার মাধ্যমে স্টারলিংক নির্ধারিত তরঙ্গ ব্যবহার করে ইন্টারনেট পরিষেবা দিতে পারবে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার করতে পারবে।

এই লাইসেন্সগুলোর মেয়াদ ১০ বছর এবং সরকারের অনুমোদনক্রমে বিটিআরসি তা প্রদান করেছে।

লাইসেন্স হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিটিআরসির পরিচালক (লাইসেন্সিং) লে. কর্নেল সৈয়দ মো. তৌফিকুল ইসলাম, স্পেকট্রাম বিভাগের পরিচালক ড. মো. সোহেল রানা, স্টারলিংকের গ্লোবাল লাইসেন্সিং অ্যান্ড মার্কেট এভিয়েশনের পরিচালক রেবেকা স্লিক হান্টার, বিটিআরসির মহাপরিচালকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই লাইসেন্স প্রদান বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : আবদুল্লাহ আল মামুন

নিউজ লিঙ্ক কপি করুনঃ
www.dailyeye.site/details/541/স্টারলিংকের-বাংলাদেশে-সেবা-শুরুর-পথে,-বিটিআরসি-হস্তান্তর-করলো-দুটি-লাইসেন্স/

কমেন্ট বক্স